***দুর্বল ছাত্র / ছাত্রীদের জন্য এই ফরমেট গুলো বেশ ফলপ্রসু হবে। HSC, Honour’s, Masters, BBA, MBA, BCS etc. **** Esay, Application, Letter, Paragraph, Summarizing, Re-arrange, WH-Question, Correction, English Grammer, Spoken, etc.
*** দুর্বল ছাত্র/ছাত্রীদের জন্য এই ফরমেটগুলো খুবই ফলপ্রসু হবে। ‍এই ফরমেটগুলো শুধু HSC , Degree , Honour's , Masters এর ছাত্র / ছাত্রীদের জন্য। *** বদিউজ্জামান ( রুবেল )***

Saturday, May 21, 2016

Voice Change

Voice change / Describing a process / Narration Events

What is voice ?
ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই voice বা বাচ্য বলে । ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করেছেন , না কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে ।

There are Two kinds of voices : (1) Active voice (2) Passive voice

(1) Active voice : কর্তা যখন নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন ক্রিয়া  Active voice – এ থাকে । কারণ তখন Subject বা কর্তা Active বা সক্রিয় থাকে ।

(2) Passive voice : কর্তা দ্বারা যখন কোন কাজ সম্পন্ন হয়, তখন ক্রিয়ার Passive voice হয় ।এখানে কাজের তুলনায় কর্তার গুরুত্ব কমে যায় ।

বাচ্য Active থেকে Passive করার নিয়ম ৫টি ।

Rules-1 : Active voice এর ‍ Object Passive voice এ Subject এ পরিনত হয় ।
Rules-2 : Active voice এর ‍Subject Passive voice এ Object এ পরিনত হয় এবং তার পুর্বে by বসে ।
Rules-3 : Active voice এর মুল Verb টি  Passive voice এর Past participle এ পরিবর্তিত হয় এবং পুর্বে to be verb এর প্রয়োজনিয় form বসাতে হয় ।
Rules-4 : Active voice এ যদি কোন verb এর দুটি Object থাকে তাহলে একটি Object কে Subject করে অপরটিকে Object রুপে রাখতে হয় । Passive এ যেটি Object রুপে থেকে যায় তাকে Retained Object বলে ।
Rules -5 : কোন Simple Sentence এ বা কোন একটি Clause এ Double Passive করা উচিত নয় , কারন এতে বাক্যের অর্থ ভুল হয়ে যায় । অবশ্য Complex Sentence এ Principal এবং Subordinate দুটি Clause এরই Passive করতে হয় ।

Tenses
Verb ‘to’ be
Past participle of the main verb
Simple Present
&
Simple Past
am
is
are
was
ware
Caught
Killed
Done
Told
Cured
Caught
Killed
Done
Told
Cured
Boiled
Arrested
Bought
Built
taught
Continuous
Am
is
are
was
ware
being
Perfect
Have
Has
had
been
Future
Shall
will
be

Table of Tenses in Active and Passive
Tense
Active Voice
Passive Voice
Simple Present
buys
is/are bought
Simple Past
bought
was/were bought
Present continuous
is/are buying
is/are being bought
Past continuous
was/were buying
was/were being buying
Present Perfect
have/has bought
have/has been bought
Past Perfect
had bought
had been bought
Simple Future
will buy
will be buy
Conditional
would buy
would be buy
Perfect Conditional
would have bought
would have been bought

Objective Forms of Pronouns to remember
Subject Form
Object Form
Subject Form
Object Form
I
Me
He
Him
We
Us
She
Her
You
You
They
Them


Voice Change of Assertive Sentence
Passive form : be ( am, is, are, was, were being, been ) + past participle.

Active
Passive
I do the work. আমি কাজটি করি ।
Lila writes a letter. লায়লা চিঠি লেখে ।
Biltu helped him. বিল্টু তাকে সাহায্য করেছিল ।
Reba is singing a song. রেবা গান গাইছে।
She was singing a song. সে গান গাইছিল।
He has called me. সে আমাকে ডেকেছিল।
They had seen the picture. তারা ছবিটি দেখছিল
You will play football. তুমি ফুটবল খেলবে।
She would sing a song. সে গান গাইবে।
She would have read the book. সে বইটি পড়ে থাকবে।
The work is done by me.
A letter is written by Lila.
He was helped by Biltu.
A song is being sung by Reba.
A song was being sung by her.
I have been called by him.
The picture had been seen by them.
Football will be played by you.
A song would be sung by her
The book would have been read by her.

Voice Change of Imperative Sentences
Imperative Sentence এ আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝালে বাক্যের পথমে Let যোগ করে Passive করতে হয়। এবং মুল Verb এর Past participle এর পুর্বে be verb যুক্ত হয় । কিন্তু Imperative Sentence এ যদি Please কথাটি থাকে তাহলে Passive Voice এ You are requested to কথাগুলি ব্যবহৃত হয় । আবার যদিও সাধারণত Intransitive Verb বা অকর্মক ক্রিয়ার Passive voice হয় না , তবু এরুপ ক্ষেত্রে Please কথাটি থাকে তাহলে Passive Voice এ You are requested to যোগ করে তারও Passive voice করা যায় । আবার ‍Should এবং be verb এর সাহায্যেও Passive করা যায় ।

Passive form:  Let + Object + be + Past Participle of the verb.
Active
Passive
Do this work. কাজটি কর।
Open the door. দরজাটি খোল।
Shut the door. দরজাটি বন্ধ কর।
Tell him to go. তাকে যেতে বল।
Please do this work. দয়া করে কাজটি করুন ।
Please keep off the grass. দয়া করে ঘাস মারবেন না।
Please do not smoke. দয়া করে ধুমপান করবেন না।
Please go there. দয়া করে সেখানে যান।
Keep your word. তোমার কথা রাখ ।
Obey your teacher. তোমার শিক্ষককে মান্য কর ।
Love the children. শিশুদের ভালোবাস ।
Prepare for the worst. সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হও ।
Let do this work.
Let open the door.
Let shut the door.
Let tell him to go.
You are requested to do this work.
You are requested to keep off the grass.
You are requested not to smoke.
You are requested to go there.
Your word should be kept.
Your teacher should be obeyed.
The children should be loved.
Be prepared for the worst.



অন্যরা এখন যা পড়তেছে

Love Tester

+ =